আজ বুধবার (১৬ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘জুলাই শহীদ দিবস’ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচির সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘অভয়ারণ্য’ ও ‘রোটার্যাক্ট ক্লাব’।
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হামিদ।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “যারা শহীদের মৃত্যু বরণ করে আমাদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করছি। মাসব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সবাই আন্তরিকভাবে অংশ নিচ্ছেন, তাই এই আয়োজন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বলেন, “জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আমরা এমন আয়োজন করেছি, যাতে শিক্ষার্থীদের সক্রিয় সম্পৃক্ততা থাকে। নিরাপত্তা ও পরিকল্পনার অংশ হিসেবে অভয়ারণ্য ও রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে ক্যাম্পাসে বনজ, ঔষধি ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। আমরা দুই হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা করেছি, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”
‘অভয়ারণ্য’ সংগঠনের সভাপতি তামিম মিয়া বলেন, “গাছই প্রাণ ও প্রকৃতির ধারক। জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে প্রাকৃতিক দুর্যোগ ও অতিরিক্ত গরম থেকে বাঁচতে গাছের কোনো বিকল্প নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে, তা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি ছিল এ আয়োজনের একটি অংশ।
এএম/মারুফ