‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রক্তদান, রক্তচাপ ও ব্লাড গ্লুকোজ পরীক্ষার কর্মসূচি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন ‘বন্ধু’। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এবং সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের কারিগরি সহায়তায় আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে এই কর্মসূচির উদ্বোধন হয়।
‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “আমাদের শহীদ আব্দুল কাইয়ুম ভাই এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এই আয়োজন। প্রশাসনের সমন্বয়ে আমরা এই মানবিক উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এমন মহৎ কর্মসূচিতে ‘বন্ধু’কে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হামিদ।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আজকের এই গৌরবময় দিনে আমরা শ্রদ্ধা জানাই সেইসব শহীদদের, যাঁরা অন্যায়ের প্রতিবাদে জীবন উৎসর্গ করেছেন। রক্তদান কর্মসূচি তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আয়োজন করা হয়েছে, যা মানবিকতা ও সচেতনতার অনন্য দৃষ্টান্ত।”
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তদানের পাশাপাশি তাঁরা বিনামূল্যে রক্তচাপ ও ব্লাড গ্লুকোজ পরীক্ষা করান।
উল্লেখ্য, ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রক্তদানের পাশাপাশি জরুরি রক্ত সংগ্রহ ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এএম/আদনান