MCJ NEWS

কুবির প্রধান ফটকের সামনে নেই গতিরোধক, দুর্ঘটনার ঝুঁকিতে শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকসংলগ্ন কোটবাড়ি-বরুড়া সড়কে নেই কোনো গতিরোধক। ফলে ব্যস্ত এই সড়কে যান চলাচল করছে বেপরোয়া গতিতে। এতে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী এই সড়কে চলাচল করেন। পাশেই রয়েছে বিনোদন পার্ক ‘ম্যাজিক প্যারাডাইস’ এবং সম্প্রসারিত ক্যাম্পাসের নির্মাণকাজ চলার কারণে সড়কটিতে নিয়মিত মটরবাইক, সিএনজি, অটোরিকশা, বাস ও ভারী ট্রাক চলাচল করে। তবে প্রধান ফটকের সামনে নেই কোনো গতিরোধক (স্পিড বেকার)।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবিতা তাবাসসুম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্পিড ব্রেকার না থাকায় গাড়ি, মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহন দ্রুতগতিতে চলাচল করে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফুটপাতে কাদাপানি জমে থাকায় শিক্ষার্থীরা রাস্তার পাশে হেঁটে চলে, ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। নিয়মিত ট্রাক ও বাস চলাচলের কারণে স্পিড ব্রেকার স্থাপন অত্যন্ত জরুরি; নইলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যার শিকার হতে পারেন শিক্ষার্থীসহ আশপাশের সাধারণ মানুষও।

আরেক শিক্ষার্থী ওমর ফারুক বলেন, প্রধান ফটকের সামনে প্রায়ই বেপরোয়া যান চলাচল দেখা যায়। স্পিড ব্রেকার না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীদের রাস্তা পার হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ক্লাস শেষে ভিড়ের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। নিরাপদ ক্যাম্পাস পরিবেশ নিশ্চিতে প্রধান ফটকের সামনে স্পিড ব্রেকার এবং “সামনে বিশ্ববিদ্যালয়” সাইনবোর্ড স্থাপনের জন্য কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী সবুজ বলেন,সড়কটি প্রতিদিনই ব্যস্ত থাকে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের পাশাপাশি নিয়মিত নানা ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু কিছু বাইক ও সিএনজি চালক সড়কের নিয়ম-কানুন না মেনে অতিরিক্ত গতিতে গাড়ি চালান, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা কর্মী হিসেবে আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হলেও, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে আনতে সড়কে গতিরোধক স্থাপন অত্যন্ত জরুরি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ আয়োনার হোসেন বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

এএম/তাসনিম ফেরদাউস রিফাত।

শেয়ার করুন -