কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৫’-এর কুমিল্লা রিজিয়নের অডিশন। মহাকাশবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে আগ্রহ বাড়াতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় কুমিল্লার বিভিন্ন স্কুল-কলেজের ১৩০ শিক্ষার্থী।
সোমবার (২১ জুলাই) জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুবি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। তিনি বলেন, “মহাকাশবিদ্যা বিজ্ঞানের এক বিস্ময়কর শাখা। এতে রয়েছে ভাবনার গভীরতা, চিন্তার বিস্তার। এই অলিম্পিয়াড তোমাদের জটিল সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াবে। আমি আশা করি, তোমাদের মধ্য থেকেই কেউ আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, সায়েন্স ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব, বিজ্ঞানমনস্ক লেখক আবদুল গফফার রনি, চবি জামাল নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ সিদ্দিকী ও অলিম্পিয়াডের প্রজেক্ট ডিরেক্টর শাহপার আলম।
অনুষ্ঠানে জ্যোতির্বিজ্ঞানের ওপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে জুনিয়র ও সিনিয়র বিভাগে ২৫ জন বিজয়ী নির্বাচিত হন। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদ ও পুরস্কার।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন বলেন, “মহাকাশ বিষয়ে তরুণ প্রজন্মের আগ্রহ তৈরির লক্ষ্যে সারা দেশে এস্ট্রো অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। বিজ্ঞান একটি পরিবর্তনশীল বিষয়। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলবে। ভবিষ্যতেও আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন করতে চাই।”
কুবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আজহার উদ্দিন বলেন, “এ ধরনের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, এই আয়োজনের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ নিয়ে আগ্রহ ও কৌতূহল বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই, যাতে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি ভালোবাসা জন্মায়।”
বাছাইপর্বে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২৬ জুলাই ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবেন। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজন অংশ নেবেন রাশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক অ্যাস্ট্রো অলিম্পিয়াডে।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন গত ৩৬ বছর ধরে দেশে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশচর্চার প্রসারে কাজ করে যাচ্ছে। এপেক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আয়োজনের নাম—‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৫’।
এএম/আদনান আলম