
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করে রোটারি ক্লাব অব কুমিল্লা ও রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, রোটারি ক্লাব কুমিল্লার রোটারিয়ান অরুণ কান্তি সাহা, প্রেসিডেন্ট মো. জহিরুল আলম চৌধুরী, সেক্রেটারি ইকবাল আমিন, এডভোকেট আব্দুল কাদের তাহেরসহ অন্যান্য সদস্যরা।
এ সময় সহযোগী অধ্যাপক সোহরাব উদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয়ের যেসব খোলা জায়গা রয়েছে, সেগুলোকে পরিবেশবান্ধবভাবে কাজে লাগাতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এখন এমন উন্মুক্ত জায়গা পাওয়া বেশ কঠিন। এই স্থানগুলো অব্যবহৃত থাকলে তা রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এ বছর বৃক্ষরোপণের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি।”
রোটারেক্ট ক্লাবের সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, ‘দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নেও আমরা কাজ করে যাচ্ছি। এর আগে আইন ও ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনে গাছ লাগিয়েছিলাম। এবার শহীদ মিনার এলাকায় ঔষধি, ফলজ ও চন্দনের মতো গাছ রোপণ করেছি। আশা করি, অল্প কয়েক বছরের মধ্যেই এর সুফল পাওয়া যাবে।’
/মনিরা শিলা