কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ নামে নতুন একটি দপ্তর চালু করা হয়েছে। এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমানকে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে জানা যায়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দপ্তরের দায়িত্বের মধ্যে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপন, সমঝোতা স্মারক (MoU/MoA) সম্পাদন, বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীর ভিসা, ভর্তি এবং প্রশাসনিক সহায়তা প্রদান। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা ও সেমিনারে অংশগ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণও এই দপ্তরের দায়িত্বের অন্তর্ভুক্ত।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংক উন্নয়ন, বৈদেশিক সম্পর্ক জোরদার, একাডেমিক প্রশিক্ষণ ও ওয়ার্কশপ আয়োজন, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক কার্যক্রম প্রচারের দায়িত্বও থাকবে এই দপ্তরের অধীনে।
/ কানন

