
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) থাউজ্যান্ড স্কলার্স ইনিশিয়েটিভ ( TSI) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “Fundamentals of Research: An Essential Introduction” বিষয়ক সেমিনার।
আজ সোমবার (১লা ডিসেম্বর ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএআইইউএসটির আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নায়েম আলিমুল হায়দার। আলোচক হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়াও থাউজ্যান্ড স্কলার্স ইনিশিয়েটিভ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এডভাইজার
ড. জান্নাতুল ফেরদৌস।
অধ্যাপক সোহরাব উদ্দিন বলেন, ‘গবেষণার মৌলিক ধারণা সঠিকভাবে শেখা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেমিনার শিক্ষার্থীদের গবেষণার পথে আত্মবিশ্বাসী করে তুলবে এবং মানসম্পন্ন গবেষণায় অংশ নিতে উৎসাহিত করবে। TSI-এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।’
সংগঠনটির সভাপতি যোবায়ের হোসাইন বলেন, ‘আমরা সফলভাবে Fundamentals of Research: An Essential Introduction সেমিনারটি আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা–সংস্কৃতি বিস্তারের লক্ষ্যকে সামনে রেখে TSI সবসময় একাডেমিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে থাকে। এই সেমিনারটি গবেষণার মৌলিক ধারণা, কাঠামো, এবং প্রাথমিক গবেষণা–দক্ষতা গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, থাউজ্যান্ড স্কলার্স ইনিশিয়েটিভ( TSI) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতায় ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি।
মাশে/কাওসার