কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী আবেদনকারী শিক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা বাড়ানো হয়েছে।
শুরুতে ১০ এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বৃদ্ধি করে ১৮ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি, তারা ১৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল সকাল ১০টায় এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা একই দিন বিকেল ৩টায়। এছাড়া ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।
/সাজিদ