পবিত্র ঈদুল ফিতরের ২১ দিনের ছুটি শেষে রোববার (১৩ এপ্রিল) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
শনিবার (১২ এপ্রিল) রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এমসিজে নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩ মার্চ (রোববার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ১০ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি শেষ হলেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল খুলবে বিশ্ববিদ্যালয়।
ছুটি শেষে এরইমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মামুন রশিদ বলেন, ‘বাড়ি আর ক্যাম্পাস—দুটো জায়গার টান আলাদা। একটায় শান্তি, আরেকটায় স্বপ্ন। দীর্ঘ বিরতির পর মনটা এখন মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে। যেখান থেকে বাড়ির স্মৃতি একপাশে আর সামনে অপেক্ষা করছে অনেক ব্যস্ততা, চেনা মুখ আর নিজেকে গড়ার নতুন সুযোগ। এভাবেই তো চলতে হয়—ছুটি শেষ, পথচলা আবার শুরু।’
/ মারুফ, রাজিব