কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৯ হাজার ৯৫২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭ হাজার ৬৪৬ জন। যা মোট উপস্থিতির প্রায় ৭৬.৮৩ শতাংশ।
চার বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পর এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুবি। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় ভর্তি কার্যক্রম।
পরীক্ষা শেষে চাঁদপুর থেকে আসা পরীক্ষার্থী সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, ‘প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজ ছিল। তবে প্রস্তুতি আরও ভালো হলে ফল নিয়ে আরও আত্মবিশ্বাসী হতে পারতাম। তারপরও পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, হতাশ নই।’
আরেক পরীক্ষার্থী রোবাইয়া আলম খুশবু জানান, ‘পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্নের মান মানসম্মত ছিল। পরীক্ষাকেন্দ্রে শিক্ষক ও পরিবেশ যথেষ্ট সহযোগিতাপূর্ণ ছিল। আশা করি ভালো ফল করব।’
পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘পরীক্ষার সার্বিক পরিবেশ অত্যন্ত ভালো ছিল। কিছু ছোটখাটো সমস্যা দেখা দিলেও তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধান করা হয়েছে।’
উল্লেখ্য, ‘সি’ ইউনিটে মোট ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৯ হাজার ৯৫২টি।
/আদনান, হাসিন