কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় কুবিসহ মোট ২৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে মোট ৩২ হাজার ৬৫৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২১ হাজার ৯৯৪ জন। যা মোট উপস্থিতির প্রায় ৬৭ দশমিক ৩৫ শতাংশ। আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯৩ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘গত এক সপ্তাহ আমরা দিনরাত পরিশ্রম করেছি। সবার সহযোগিতায় পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সফল হয়েছি। আগামীতে আরও ভালো করার চেষ্টা করব।’
পরীক্ষা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। পরিবেশ ছিল শান্তিপূর্ণ। আমরা জালিয়াতি রোধে সতর্ক ছিলাম। প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি ছিল।’
/ মারুফ শেখ