কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইকিউএসি কর্তৃক ‘অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনাল ডেভলপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করে।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া, রিসোর্স পারসন হিসেবে ছিলেন ঢাকা বিএমআই-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এম. আমিনুর।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমরা যারা শিক্ষকতা করি, তাদের একটা ভালো লাগার জায়গা হলো, আমরা ভবিষ্যতের সকল সেক্টরের জন্য কর্মী তৈরি করি। আমরা জ্ঞান তৈরি করি, জ্ঞান ডিস্ট্রিবিউট করি, জ্ঞান সৃষ্টি করি। আমরা ক্রিটিক্যাল থিংকিং করি, আমরা থিওরি ডেভেলপমেন্ট করি। এগুলোর জন্য আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট খুবই জরুরি।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘সেল্ফ ডেভেলপমেন্ট খুব দরকার। নিজের অনলাইন প্রোফাইল নিজে আপডেট করুন, ইমেইল নিজেই পাঠান। পিওন বা অন্য কাউকে দিয়ে কাজ করাবেন না। আমি তো অন্য সেক্টরের এসবের দোহাই দিবেন না। নিজের কাজ নিজে করুন, এটাই টাইম ম্যানেজমেন্ট।’
অতিথিদের বক্তব্য শেষে, ঢাকা বিআইএম-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এম. আমিনুর প্রযুক্তিগতসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা পরিচালনা করেন।
/রাজিব, মারুফ