MCJ NEWS

ফুলের হাসিতে মুখর গ্রীষ্মের কুবি ক্যাম্পাস

গ্রীষ্মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফুটে উঠেছে নতুন রূপে। বাহারী ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভীড় জমাচ্ছে দর্শনার্থীরা। শিক্ষার্থীরা ক্লাসে যাওয়া-আসার সময় কুঁড়িয়ে নিচ্ছে ফুল। এই আয়োজনে থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানান ফুলের গল্প।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ছবি গুলো তুলেছেন, কাজী সানজিদা কাঁকন।

কৃষ্ণচূড়ার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে কুবি ক্যাম্পাসে। ক্লান্ত প্রাণে স্বস্তি মেলে এই কৃষ্ণচূড়ায়।
সোনাঝরা সোনালু ফুলের দিকে তাকালে তীব্র দাবদাহেও মনের ভীতর বহে শীতল বাতাস। শোভাবর্ধনকারি এই ফুল প্রশান্তির ছোয়া দিয়ে যায়।
জারুল সোনালুর সাথে তাল মিলিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে লাল সোনাইল। বৈজ্ঞানিক নাম ‘ক্যাসিয়া জাভানিকা’
গ্রীষ্মের ঋতুতে প্রকৃতির নজরকাড়া আরেক সৌন্দর্য জারুল ফুল। জারুলকে বলা হয় বাংলার চেরি!
বেগুনি রঙের এই ফুলটি ‘বুনো ফুল’ নামে পরিচিত হলেও, গড়নের সাথে নাম মিলিয়ে একে বলা হয় ‘দাঁতরাঙ্গা’।
তুষার শুভ্র ফুলটি ‘কাঞ্চন’। যখন ফুল আসে, তখন সারা গাছ ফুলে ছেয়ে যায়, আর চারপাশ ভরে থাকে মিষ্টি গন্ধে।
টগর অনেক নামে পরিচিত। গাছের পাতা বা ডাল ছিঁড়লে সাদা দুধের মতো কষ ঝরে বলে একে “ক্ষীরী বৃক্ষ”ও বলা হয়।

শেয়ার করুন -